বিপিএলের আগে নাহিদ রানার বোলিংয়ে নতুন অস্ত্র
- ২১ ডিসেম্বর ২০২৫, ২১:৩৯
বছরখানেক ধরেই জাতীয় দলে নিয়মিত নাহিদ রানা। বিশেষ করে লাল বলের ক্রিকেটে নিজের জায়গা বেশ শক্ত করে নিয়েছেন এই তরুণ পেসার। তবে সবশেষ বিপিএলে শুরুটা ভালো হলেও টুর্নামেন্টের শেষদিকে ফর্ম ধরে রাখতে পারেননি তিনি। গত আসরের মতো এবারও বিপিএলে রংপুর রাইডার্সের জার্সিতে খেলবেন নাহিদ।
আসন্ন বিপিএলকে সামনে রেখে রবিবার (২১ ডিসেম্বর) প্রথমবারের মতো দলীয় অনুশীলনে যোগ দেন এই স্পিডস্টার। অনুশীলন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নাহিদ জানান, বিপিএলের প্রস্তুতির অংশ হিসেবে নিজের স্লোয়ার ডেলিভারিতেও বিশেষভাবে কাজ করছেন।
তার ভাষ্য, 'ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করব। নতুন যে স্কিলগুলো নিয়ে কাজ করছি, সেগুলো এবার বিপিএলে ডেলিভার করার চেষ্টা করব।'
নতুন স্কিলগুলো প্রসঙ্গে নাহিদ বলেন, 'আমি চেষ্টা করছিলাম পারফেক্ট ইয়র্কার, স্লোয়ার ডেলিভারি ঠিকভাবে করার। যে জিনিসগুলো স্পেশালি ডেথ বোলিংয়ের সময় লাগে টি-টোয়েন্টি ক্রিকেটে, ওই জিনিসগুলোই চেষ্টা করছি।'
বিপিএলে নিজের লক্ষ্য নিয়ে নাহিদের ভাষ্য, 'আমার একটাই চেষ্টা থাকে যে আমি কীভাবে দলকে ম্যাচ জেতাব। আমার সবসময় মাথায় এইটা থাকে যে আমি আমার টিমকে ম্যাচ জেতাব। আমার ব্যক্তিগত কোন গোল থাকে না যে আমি সর্বোচ্চ উইকেট শিকারী হবো।'
তিনি আরও বলেন, 'দেশের হয়ে খেললে আমার মাথায় এটা থাকে যে আমি যেন অবদান রাখতে পারি। যদি দুই উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ সময়ে ম্যাচ জেতাতে পারি, আমি খুশি। যদি আমার কাছে মনে হয়, যে উইকেট না পেয়েও দলকে ম্যাচ জেতাতে পারি, তা আমি খুশি।'