ফের বাড়ল সোনার দাম
- ২১ ডিসেম্বর ২০২৫, ২১:৩১
দেশের বাজারে আবারও সোনার দাম বেড়েছে। ১০৪৯ টাকা বেড়ে ২২ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) স্বর্ণের প্রতি ভরি মূল্য দাঁড়িয়েছে ২ লক্ষ ১৮ হাজার ১১৭ টাকা। আজ রবিবার (২১ ডিসেম্বর) বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন- বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর এক সভায় এই মূল্য বৃদ্ধি করা হয়। তবে রূপার দাম অপরিবর্তিত রয়েছে।
কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পেয়েছে। এমতাবস্থায় আজ স্ট্যান্ডিং কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে সর্বসম্মতিক্রমে আগামীকাল সোমবার (২২ ডিসেম্বর) থেকে বাংলাদেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের মূল্য নতুন হারে নির্ধারণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) স্বর্ণের প্রতি ভরি মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লক্ষ ১৮ হাজার ১১৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২ লক্ষ ৮ হাজার ২০৩, ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ১ লক্ষ ৭৮ হাজার ৪৫৯ এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি ১ লক্ষ ৪৮ হাজার ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত সকল জুয়েলারি প্রতিষ্ঠানে বর্ণিত স্বর্ণ ও রৌপ্যের বিক্রয় মূল্য কার্যকর থাকবে। এ ছাড়া স্বর্ণ ও রৌপ্যের বিক্রয় মূল্যের সাথে আবশ্যিকভাবে সরকার কর্তৃক নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস কর্তৃক নির্ধারিত নূন্যতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
এর আগে গত ১৫ ডিসেম্বর স্বর্ণের মূল্য জানায় বাজুস। সেদিন ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি মূল্য নির্ধারণ করা হয় ২ লক্ষ ১৭ হাজার ৬৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের ভরি ২ লক্ষ ৭ হাজার ২১১, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লক্ষ ৭৭ হাজার ৬৪৩, আর সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির মূল্য ১ লক্ষ ৪৭ হাজার ৯০০ টাকা নির্ধারণ করা হয়।
অন্যদিকে, বর্তমানে ২২ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) রূপার প্রতি ভরি মূল্য ৪ হাজার ৫৭৩, ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৩৬৩, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৩৩ এবং সনাতন পদ্ধতির রূপার প্রতি ভরি বাজার মূল্য ২ হাজার ৮০০ টাকা।