শেরপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ হিসেবে অধ্যাপক মো. আক্রাম হোছাইনের পদায়ন

শেরপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন অধ্যাপক মো. আক্রাম হোছাইন
শেরপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন অধ্যাপক মো. আক্রাম হোছাইন © টিডিসি

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) ২১ ডিসেম্বর প্রকাশিত সংশোধিত প্রজ্ঞাপন অনুযায়ী শেরপুর সরকারি কলেজ, শেরপুরের উপাধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন অধ্যাপক মো. আক্রাম হোছাইন।

সংশোধিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সরকারি বিধিবিধান অনুসরণ করে অবিলম্বে এ আদেশ কার্যকর হবে। প্রজ্ঞাপন অনুযায়ী অধ্যাপক মো. আক্রাম হোছাইন শেরপুর সরকারি কলেজে উপাধ্যক্ষ পদে দায়িত্ব পালন করবেন।

এর আগে তিনি শ্রীবরদী সরকারি কলেজের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দায়িত্ব পালনের সময়ে তিনি কলেজটির একাডেমিক কার্যক্রম উন্নয়ন, প্রশাসনিক শৃঙ্খলা জোরদার এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে সংশ্লিষ্টরা জানান।

শেরপুর সরকারি কলেজে তার যোগদানের মাধ্যমে কলেজটির শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট মহল আশাবাদ ব্যক্ত করেছেন।