বরের জুতা লুকানোয় কনের বাড়ি লুট, ভাঙল বিয়ে
- ২১ ডিসেম্বর ২০২৫, ১৭:৪১
সিরাজগঞ্জে বিয়ের অনুষ্ঠানে বরের জুতা লুকানোকে কেন্দ্র করে কনের বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। লুট করা হয়েছে মোবাইল ও টাকা-পয়সাও। এর জেরে ভেঙে গিয়েছে বিয়েও। গতকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের গুলিয়াখালীর চরে এ ঘটনা ঘটে।
কনেপক্ষের লোকজন বলেন, গুলিয়াখালী গ্রামের আব্দুল খালেকের ছেলে আজিজুল প্রায় ৬০ জন বরযাত্রী নিয়ে শুক্রবার বিয়ে করতে আসেন। এ সময় জুতা লুকানোকে কেন্দ্র করে বরপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে বিয়ে না করেই কনের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। একই সঙ্গে মোবাইল, টাকা-পয়সা লুট করে নিয়ে চলে যায়।
কনেপক্ষের আত্মীয় খাদিজা বেগম বলেন, বরকে স্মার্টফোন ও দশ আনা ওজনের সোনার চেইন দিয়ে আমরা বরণ করে নেই। আমরা প্রায় ২০০ লোকের আয়োজন করেছি। এর মধ্যে পাঁচ মণ দুধের দই, এক লাখ টাকা দামের গরু এবং অনুষ্ঠানে দাওয়াতে আসা লোকজনের দেওয়া টাকাসহ সবাইকে মেরে সব নিয়ে চলে যায় বর পক্ষের লোকজন।