চমক রেখে অধিনায়কের নাম ঘোষণা ঢাকা ক্যাপিটালসের
- ২১ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৫
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসরে চিটাগং কিংসের অধিনায়কত্ব করেছিলেন মোহাম্মদ মিঠুন। ডানহাতি উইকেটকিপার এই ব্যাটারের নেতৃত্বে গত মৌসুমে ফাইনাল পর্যন্ত উঠেছিল দলটি। শিরোপা জিততে না পারলেও মিঠুনের অধীনে পুরো টুর্নামেন্টজুড়ে ধারাবাহিক ও প্রশংসনীয় ক্রিকেট উপহার দেয় বন্দরনগরীর দলটি।
এবার আসন্ন বিপিএলেও মিঠুনকে অধিনায়ক হিসেবে বেছে নিলো ঢাকা ক্যাপিটালস। টুর্নামেন্ট শুরুর আগে অনুশীলন পর্বেই তার কাঁধে নেতৃত্বের দায়িত্ব তুলে দেয় ফ্র্যাঞ্চাইজিটি। ঘরোয়া ক্রিকেটে অধিনায়কত্বে অভিজ্ঞ মিঠুন এর আগে সিলেট স্ট্রাইকার্সকেও নেতৃত্ব দিয়েছেন। পাশাপাশি ঘরোয়া প্রতিযোগিতায় খুলনা বিভাগের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
এদিকে আসন্ন আসরে বেশ শক্তিশালী দল গড়েছে ঢাকা। দলটির স্কোয়াডে আছেন একঝাঁক বিদেশি তারকা। দাসুন শানাকা-অ্যালেক্স হেলস-ইমাদ ওয়াসীমের সঙ্গে উসমান খান, জুবাইরউল্লাহ আকবরী, ওডেন স্মিথ, জিয়া শরিফিরা রাজধানীর দলটির হয়ে আসর মাতাবেন।
এ ছাড়া দেশিদের মধ্যে শামীম হোসেন পাটোয়ারি, নাসির হোসেন, সাব্বির রহমানের মতো জনপ্রিয় ক্রিকেটাররা। পাশাপাশি তাসকিন আহমেদ, সাইফ হাসান, মিঠুনদের সঙ্গে মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, তোফায়েল আহমেদ, ইরফান শুক্কুরদেরও ঢাকার জার্সিতে দেখা যাবে। আর দ্বিতীয়বারের মতো বিপিএলে অংশ নেওয়া দলটিকে টবি র্যাডফোর্ড কোচিং করাবেন।
একনজরে ঢাকা ক্যাপিটালসের স্কোয়াড: তাসকিন আহমেদ, সাইফ হাসান, উসমান খান, অ্যালেক্স হেলস, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), তাইজুল ইসলাম, সাব্বির রহমান, নাসির হোসেন, তোফায়েল আহমেদ, ইরফান শুক্কুর, আব্দুল্লাহ আল মামুন, মারুফ মৃধা, জায়েদ উল্লাহ, মইনুল ইসলাম, দাসুন শানাকা, জুবাইরউল্লাহ আকবরী, ইমাদ ওয়াসিম, ওডেন স্মিথ, জিয়া শরিফি।