বিপিএল ফাইনালে চোখ রাজশাহীর

রাজশাহী ওয়ারিয়র্স ও বিপিএল শিরোপা
রাজশাহী ওয়ারিয়র্স ও বিপিএল শিরোপা © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের ৬টি দলের মধ্যে চারটিই একেবারে নতুন। তবে নতুন ফ্র্যাঞ্চাইজি হলেও স্কোয়াড সাজাতে একের পর এক চমক দেখায় রাজশাহী ওয়ারিয়র্স। এবার দুর্দান্ত সেই পরিকল্পনাকে পুঁজি করেই ঘরোয়া এই টুর্নামেন্টের ফাইনালে চোখ রাজশাহীর। 

রবিবার (২১ ডিসেম্বর) হোম অব ক্রিকেটে অনুশীলন শেষে দলটির উইকেটরক্ষক ব্যাটার আকবর আলী বলেন, 'প্রত্যেক দল গোছানোভাবে চলার চেষ্টা করছে। আমরাও প্রফেশনালিজম ঠিক রাখার চেষ্টা করছি। খুবই ওয়েল অরগানাইজড।'

এদিকে ঘরোয়া এই টুর্নামেন্টে একবার শিরোপার স্বাদ নিয়েছে রাজশাহী। এবার মালিকানা পাল্টালেও লক্ষ্য একদমই অভিন্ন। আসরের শেষ ধাপে পৌঁছাতে যায় তারা। 

এ নিয়ে আকবর বলেন, 'একটা টুর্নামেন্টে যখন আসি, প্রত্যেক দলেরই লক্ষ্য থাকে। আমাদেরও লক্ষ্য শেষ পর্যন্ত খেলার। পরিকল্পনা অনুযায়ী বললে বলব, টিম ম্যানেজমেন্ট বলেছে ধাপে ধাপে এগোতে। সিলেটে আমাদের খেলা, স্পেশালি প্রথম দুই ম্যাচ নিয়েই পরিকল্পনা সাজানোর চেষ্টা করছি।'

অন্যদিকে বিপিএলের আগে চারদিনের এনসিএল নিয়ে ব্যস্ত ছিলেন ক্রিকেটাররা। সেভাবে বিরতির সুযোগও মেলেনি তাদের। যদিও নিজেদের ক্লান্ত মানতে নারাজ আকবর।

তার ভাষ্যমতে, 'ক্লান্তির কথা যদি বলেন, এনসিএল শেষ করে আমরা প্রায় ৫-৬ দিন ব্রেক নিয়েছি। ৫-৬ দিনের ব্রেক প্রফেশনাল প্লেয়ারের জন্য যথেষ্ট। ক্লান্তির জায়গা তাই নেই। প্রস্তুতি নিয়ে বলব, চারদিনের আগে তো প্রায় সবাই এনসিএল টি-টোয়েন্টি খেলেছে। আন্তর্জাতিক ক্রিকেটেও দেখবেন প্রতিটি দলের এত ব্যস্ততা কেউই এক সপ্তাহ-১০ দিন এক ফরম্যাটের প্র্যাকটিস করতে পারবে না। প্রতিটি দলই এভাবে তৈরি হচ্ছে। এখানে মানিয়ে নেওয়াই আসল।'