‘সি’ ইউনিটের মধ্য দিয়ে জাবিতে প্রথম দিনের ভর্তি পরীক্ষা শুরু, আসন প্রতি লড়ছেন ১০১ ভর্তিচ্ছু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

‘সি’ ইউনিটের মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এবার আইবিএ-জেইউসহ মোট সাতটি ইউনিটে জাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

রবিবার (২১ ডিসেম্বর) সকাল ৯ টায় ‘সি’ ইউনিটের অন্তর্ভুক্ত কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ ও তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটে ভর্তি  মধ্য দিয়ে এবারের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, ‘সি’ ইউনিটে ৪৬৬টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৪৭ হাজার ৪৯৭টি। এতে আসন প্রতি লড়বেন প্রায় ১০১ জন ভর্তিচ্ছু।

আজকের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা মোট ছয়টি শিফটে অনুষ্ঠিত হবে। প্রথম তিন শিফটে নারী শিক্ষার্থীদের ও পরবর্তী তিন শিফটে পুরুষ শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।