দিপু চন্দ্র ও শিশু আয়েশা হত্যার বিচারের দাবিতে ঢাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
- ২১ ডিসেম্বর ২০২৫, ০১:১১
ময়মনসিংহে দিপু চন্দ্রকে নৃশংস কায়দায় হত্যা ও বিএনপি নেতার বাড়িতে আগুন দিয়ে তার কন্যা শিশু আয়েশাকে হত্যার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ ও মানববন্ধন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।
শনিবার (২০ ডিসেম্বর) রাত ১১ : ৪৫ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে বিক্ষোভ ও মানববন্ধন করেন তারা।
এসময় তারা 'উই ওয়ান্ট,উই ওয়ান্ট, জাস্টিস জাস্টিস', জাস্টিস ফর দিপু, জাস্টিস ফর আয়েশা, অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশান ইত্যাদি স্লোগান দেন।
এ সময় ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, 'ময়মনসিংহে যে হত্যাকাণ্ড হয়েছে আমরা তার নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ধরনের হত্যাকাণ্ড দেখার পর মনে দেশে আইনের শাসন নেই। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে ভবিষ্যতে আর কেউ অগ্নিসন্ত্রাস করার সাহস না পায়। আইন শৃঙ্খলার অবনতি দায় নিয়ে আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।'