যবিপ্রবি’র দ্বিতীয় জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জাবি
- ২০ ডিসেম্বর ২০২৫, ২৩:৩১
'যুক্তির যুদ্ধে হোক চিন্তার মুক্তি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ডিবেট ক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ডিবেটিং ক্লাব।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে অনুষ্ঠিত ফাইনাল রাউন্ডে জাবি ডিবেটিং ক্লাব খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ডিবেটিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে মোট ২০টি দল অংশগ্রহণ করে।
জাস্ট ডিবেট ক্লাবের সভাপতি মোতালেব হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. হোসেন আল মামুন এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান।
বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, 'তোমরা ক্লাবকে ধরে রাখবে। কারণ ক্লাব এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে নেতৃত্ব ও লিডারশিপ গড়ে ওঠে এবং একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি হয়। ডিবেট ক্লাব এসব চর্চার জন্য একটি গুরুত্বপূর্ণ জায়গা। বিতার্কিকদের চিন্তাভাবনা ও উপস্থাপনার ধরন অন্যদের থেকে আলাদা হয়। আমি আশা করি, যবিপ্রবি ছাড়াও দেশের সব বিশ্ববিদ্যালয়ে ডিবেট ক্লাবগুলো আরও উন্নত মানে গড়ে উঠবে। আগামীতেও জাস্ট ডিবেট ক্লাব এ ধরনের আয়োজন করবে বলে প্রত্যাশা করি।'