যে কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ শুভমান গিল

শুভমান গিল ও গৌতম গম্ভীর
শুভমান গিল ও গৌতম গম্ভীর © সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর দেড় মাস আগেই স্কোয়াড ঘোষণা করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। ঘোষিত দলে জায়গা পাননি শুভমান গিল। মূলত কম্বিনেশনের কারণেই তাকে বাদ দেওয়া হয়েছে বলে জানান নির্বাচক অজিত আগারকার ও অধিনায়ক সূর্যকুমার যাদব। অবশ্য এর আগের আসরেও একই কারণে গিলকে দলে রাখা হয়নি।

এ নিয়ে ভারতীয় নির্বাচক আগারকার বলেন, ‘আমরা জানি শুভমান কতটা ভালো ক্রিকেটার। দুর্ভাগ্যবশত গত বিশ্বকাপেও দলের কম্বিনেশনের জন্য ওকে নেওয়া হয়নি। দলের কম্বিনেশনই সবার ওপরে থাকে। ১৫ জনের দল বেছে নিতে হলে কাউকে তো বাদ দিতেই হবে। এই মুহূর্তে গিলকেই বাদ দিতে হলো। আমরা কম্বিনেশন সাজানোয় মনোযোগ দিয়েছি। টপ-অর্ডারে একজন উইকেটরক্ষক চেয়েছি আমরা।’

একই কথা বলেছেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমারও, ‘গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আমরা শ্রীলঙ্কায় গিয়ে ২০০’র বেশি রান করেছিলাম এবং গিল সেই দলে ছিল। এই মুহূর্তে টপ-অর্ডারে একজন কিপার রাখার জন্যই ওকে (গিল) বাদ দিতে হয়েছে। পরের দিকে রিংকু এবং ওয়াশিংটন রয়েছে। তাই ওপরের দিকে ইশানকে দরকার ছিল। গিলের ফর্ম নিয়ে কোনো চিন্তা নেই আমাদের।’

এদিকে ১৫ সদস্যের স্কোয়াডে রিংকু সিং ও ইশান কিষাণ রয়েছেন। বিশ্বকাপে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব, এছাড়া সহ-অধিনায়ক অলরাউন্ডার অক্ষর প্যাটেল। 

অন্যদিকে অধিনায়ক সূর্যকুমারও সেভাবে ফর্মে নেই। এ নিয়ে ভারতীয় অধিনায়ক বলেছেন, ‘আমি জানি কী করতে হবে, সেটাই করব। আপনারা আবার ব্যাটার সূর্যকে দেখতে পাবেন। খারাপ ফর্মটা অনেকদিন ধরে চলছে ঠিকই, তবে অতীতেও অনেক ক্রিকেটার খারাপ ফর্ম থেকে ভাল ফর্মে ফিরেছে। (ঘরের মাঠে বিশ্বকাপে নেতৃত্ব) আমার কাছে অনেক বড় দায়িত্ব। ঘরের মাঠের দর্শকদের সামনে খেলতে হবে। ভারসাম্যযুক্ত একটা দল পেয়েছি। সব পজিশনে ক্রিকেটারও রয়েছে। ইতিমধ্যেই ২-৩টা কম্বিনেশন তৈরি করে ফেলেছি।’