‘বিদায়বেলায় এত ভালোবাসা সবার কপালে থাকে না’
- ২০ ডিসেম্বর ২০২৫, ২০:৪৬
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুতে অশ্রুসিক্ত পুরো দেশ। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় তার জানাজা। লাখো মানুষের ঢল, নীরব কান্না আর আকাশভরা দোয়ায় সাহস আর প্রতিবাদের এই কণ্ঠস্বরকে বিদায় জানানো হয়।
হাদির এই অকাল প্রস্থান সমাজের সর্বস্তরের মানুষকেই নাড়া দেয়। তার বিদায়ের বেদনা জাতীয় দলের ক্রিকেটার তাওহীদ হৃদয়কেও ছুঁয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগে জর্জরিত এক বার্তায় হাদিকে ‘সৌভাগ্যবান’ আখ্যা দেন হৃদয়।
হাদির জানাজার প্রসঙ্গ টেনে ফেসবুকে হৃদয় লেখেন, ‘যে সংসদ প্রাঙ্গনে যাওয়ার জন্য লড়াই করছিলেন হাদি ভাই, তিনি গেলেনও সেখানে। বীরের বেশে, হাজার মানুষের সাথে, কোটি মানুষের দোয়া আর ভালোবাসায় সিক্ত হয়ে।’
হৃদয় আরও লেখেন, ‘বিদায়বেলায় এত ভালোবাসা সবার কপালে থাকে না। আল্লাহ পাক তাকে সৌভাগ্যবান করে দুনিয়ায় পাঠিয়েছিলেন। চিরনিদ্রায় শান্তিতে শায়িত থাকুক আমাদের হাদি ভাই।’
উল্লেখ্য, আজ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজার নামাজ পড়ান তার বড় ভাই আবু বকর সিদ্দিক। এ সময় পুরো এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। জানাজা শেষে দুপুর ৩টার দিকে হাদির মরদেহ বহনকারী গাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ এলাকায় নিয়ে আসা হয়।
এর আগে, গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে শরিফ ওসমান বিন হাদিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর আহত হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার মারা যান তিনি।