২০০ টাকায় দেখা যাবে বিপিএলের ম্যাচ
- ২০ ডিসেম্বর ২০২৫, ১৯:৫৯
আগামী ২৬ ডিসেম্বর থেকে পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। তবে সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের টিকিট বিক্রি ২১ ডিসেম্বর থেকেই শুরু হতে যাচ্ছে। আসরের উদ্বোধনী দিনে স্বাগতিক সিলেট টাইটান্সের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। একইদিন সন্ধ্যায় চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেস।
শনিবার (২০ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিপিএলের টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে সর্বনিম্ন ২০০ টাকায় মাঠে বসেই ম্যাচ উপভোগ করতে পারবেন দর্শকরা। এ ছাড়া সর্বোচ্চ ২ হাজার টাকায় ম্যাচ উপভোগের সুযোগ রেখেছে দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি।
এক বিজ্ঞপ্তিতে বিসিবি নিশ্চিত করেছে, ২১ ডিসেম্বর বিকেল ৪টা থেকে টিকিট বিক্রি শুরু হবে। অনলাইনের মাধ্যমেই টিকিট সংগ্রহ করতে পারবেন ক্রিকেটভক্তরা। নির্ধারিত ওয়েবসাইটেই টিকিট পাওয়া যাবে। এ ছাড়া ‘GoBCBTicket’ অ্যাপ ব্যবহার করে মোবাইল থেকেই টিকিট কেনা যাবে। এবারও টিকিট প্রিন্ট করে আনার পাশাপাশি মোবাইলে দেখিয়ে ঢুকতে পারবেন দর্শকরা।
স্ট্যান্ডের নাম টিকিট মূল্য (টাকা)
গ্র্যান্ড স্ট্যান্ড (আপার ইস্ট) ২,০০০ টাকা
গ্র্যান্ড স্ট্যান্ড (আপার ওয়েস্ট) ২,০০০ টাকা
গ্র্যান্ড স্ট্যান্ড (লোয়ার ইস্ট) ২,০০০ টাকা
গ্র্যান্ড স্ট্যান্ড (লোয়ার ওয়েস্ট) ২,০০০ টাকা
ক্লাব হাউস (আপার) ৫০০ টাকা
শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ২৫০ টাকা
শহীদ তুরাব স্ট্যান্ড ২০০ টাকা
গ্রিন গ্যালারি / গ্রিন হিল এরিয়া ২০০ টাকা
ক্লাব হাউস (জিরো ওয়েস্ট জোন) ৬০০ টাকা