চমক রেখে প্রধান কোচের নাম ঘোষণা চট্টগ্রাম রয়্যালসের

চট্টগ্রাম রয়্যালস লোগো
চট্টগ্রাম রয়্যালস লোগো © সংগৃহীত

প্রধান কোচ হিসেবে শুরুতে লোকাল কোচ মমিনুল হককে দায়িত্ব দেওয়ার ভাবনা থাকলেও শেষ পর্যন্ত বিদেশিকেই বেছে নিলো চট্টগ্রাম রয়্যালসের। শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় দলটির প্রধান কোচের নাম ঘোষণা করা হয়।

চট্টগ্রামের প্রধান কোচ হিসেবে জাস্টিন মাইলস ক্যাম্প দায়িত্ব পেয়েছেন। ৪৮ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার খেলোয়াড়ি জীবনে বোলিং অলরাউন্ডার হিসেবে পরিচিত ছিলেন। ব্যাটিংয়ের পাশাপাশি পেস বোলিংয়েও সমান দক্ষতা দেখিয়েছেন তিনি। কোচ হিসেবে বড় কোনো সাফল্য না পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে ৪টি টেস্ট, ৮৫টি ওয়ানডে ও ৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ক্যাম্প।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও অভিজ্ঞতা রয়েছে তার। আইপিএল, সিপিএল ও ভাইটালিটি ব্লাস্টে খেলেছেন তিনি। সাম্প্রতিক সময়ে সাবেক ক্রিকেটারদের বিভিন্ন টুর্নামেন্টে তাকে দেখা গেলেও পেশাদার ক্রিকেটে তার শেষ ম্যাচ ২০১৫ সালে খেলেছেন।

এদিকে চট্টগ্রাম রয়্যালসের মেন্টর ও ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তুষার ইমরান। তবে আগে প্রধান কোচ হিসেবে ঘোষিত মমিনুলকে কোন ভূমিকায় রাখা হচ্ছে, সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

একনজরে চট্টগ্রাম রয়্যালস স্কোয়াড : শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, আবরার আহমেদ, মোহাম্মদ নাঈম শেখ, শরিফুল ইসলাম, আবু হায়দার রনি , মাহমুদুল হাসান জয়, সুমন খান, জিয়াউর রহমান, আরাফাত সানি , মুকিদুল ইসলাম মুগ্ধ, সালমান হোসেন, শুভাগত হোম, জাহিদুজ্জামান সাগর, নিরোশান ডিকভেলা, পল স্টার্লিং, ক্যামেরন ডেলপোর্ট, কামরান গুলাম।