ঢাবি বিজ্ঞান ইউনিটের পরীক্ষা নিয়ে সভা শেষ, উপাচার্যের সম্মতি পেলে তারিখ ঘোষণা
- ২০ ডিসেম্বর ২০২৫, ১৫:০৮
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের বিজ্ঞান ইউনিটে স্থগিত ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। আজ শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে অনুষ্ঠিত সভায় এ তারিখ ঠিক করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সম্মতি দিলে পরীক্ষার তারিখ ও সময় আজই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
সভার একাধিক সূত্র জানিয়েছে, সভায় সম্ভাব্য একটি তারিখ নির্ধারণ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ইনকিলাব মঞ্চের আহবায়ক শরিফ ওসমান বিন হাদির জানাজা ও দাফন সংক্রান্ত কাজে ব্যস্ত রয়েছেন। তার সম্মতি পেলে আজই ভর্তি পরীক্ষার তারিখ ও সময় ঘোষণা করে দেওয়া হবে।
চলতি মাসেই এ পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে একাধিক সূত্র জানিয়েছে। এর আগে শুক্রবার (১৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শরিফ ওসমান হাদীর মৃত্যুতে এক দিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসাবে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোক দিবস পালন করা হবে।
আরও পড়ুন: জাবির ভর্তি পরীক্ষা শুরু কাল, পরীক্ষার্থীদের জন্য ৯ নির্দেশনা
‘সাহসী জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদী এবং ২৪-এর গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল জুলাই যোদ্ধা ও শহীদের প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত ভর্তি পরীক্ষার সময়সূচি শিগগিরই ঘোষণা করা হবে।’
গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি মারা যান। এরপর রাতেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে হাদির মৃত্যুতে শনিবার (২০ ডিসেম্বর) রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। শোক পালন ও বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থী হাদির মৃত্যুতে ভর্তি পরীক্ষা গ্রহণ উপযুক্ত নয় বিবেচনায় এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।