তাইওয়ানে মেট্রোতে ছুরি হামলায় নিহত ৩

তাইওয়ান মেট্রো
তাইওয়ান মেট্রো © সংগৃহীত

তাইওয়ানের রাজধানী তাইপেতে ছুরি হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল ৫টা ২০ মিনিটের ঘটা এ হামলায় কমপক্ষে তিনজন নিহত এবং নয়জন আহত হয়েছেন। তাইওয়ানের প্রধানমন্ত্রী চো জং-তাই জানিয়েছেন, ২৭ বছর বয়সী সন্দেহভাজন ব্যক্তি প্রথমে প্রধান মেট্রো স্টেশনে বিস্ফোরণ ঘটান এবং এরপর অন্য স্টেশনে পালিয়ে যেতে থাকেন, পথে অনেকে আহত হয়েছেন।

চো বলেন, হামলাকারীর নাম চ্যাং ওয়েন, তিনি তাইওয়ানের নাগরিক। হামলার পর তিনি একটি বহুতল ভবন থেকে পড়ে মারা যান। হামলার কারণ এখনও স্পষ্ট নয়। তাইওয়ানে এই ধরনের সহিংস হামলার ঘটনা বিরল। দেশটিতে সহিংস অপরাধের হার কম, শেষবার এমন ঘটনা ঘটেছিল ২০১৪ সালে, প্রায় এক দশক আগে।

সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিওতে দেখা গেছে, বেসবল ক্যাপ ও কালো পোশাক পরা এক ব্যক্তি ব্যস্ত রাস্তা ধরে বিস্ফোরণ ঘটাচ্ছেন, চারপাশে ধোঁয়া ছড়াচ্ছে এবং লোকজন আতঙ্কে পালাচ্ছে। এরপর তিনি বড় ছুরি নিয়ে কিছু গাড়ির পাশে হেঁটে যাচ্ছেন।

চো জানান, সন্দেহভাজন ব্যক্তি প্রধান স্টেশনে মোলোটভ ককটেল বিস্ফোরণ ঘটান। এক ব্যক্তি তাকে থামানোর চেষ্টা করলে তাকে আঘাত করা হয় এবং পরে ওই ব্যক্তি হাসপাতালে মারা যান। হামলাকারী এরপর ভূগর্ভস্থ শপিং সেন্টারের মধ্য দিয়ে প্রায় ৮০০ মিটার দূরে ঝংশান স্টেশনে পালিয়ে যান।

তিনি কাছাকাছি একটি বইয়ের দোকান এবং ডিপার্টমেন্টাল স্টোরেও প্রবেশ করেন। পুলিশের ঘিরে ফেলার পর ভবন থেকে লাফ দেন এবং হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর মারা যান। হামলার পর মেট্রো, রেলওয়ে স্টেশন এবং বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।