হিমাগার থেকে বের করা হয়েছে ওসমান হাদির মরদেহ
- ২০ ডিসেম্বর ২০২৫, ১০:১২
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারে রাখা শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ বের করা হয়েছে। সেখান থেকে তার মরদেহ ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।
শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড় ৯ টার দিকে ওসমান হাদির মরদেহ কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়।
এদিকে আজ বেলা দুইটায় জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির এই যোদ্ধার নামাজের জানাজার অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তিতে প্রেস উইং জানায়, শনিবার বেলা দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহিদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।