লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন জোবায়দা রহমান

ডা. জোবায়দা রহমান
ডা. জোবায়দা রহমান © সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবায়দা রহমান লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। আজ শনিবার (২০ ডিসেম্বর) সকালে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। সকাল সাড়ে ৮টার দিকে তার ফ্লাইটটি ঢাকা ছাড়ে।

জানা গেছে, তারেক রহমান দেশে ফেরার প্রস্তুতি সম্পন্ন করতেই ডা. জোবায়দা রহমান পুনরায় লন্ডনে ফিরছেন। দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে ঢাকায় পৌঁছাবেন।

ওই ফ্লাইটের বিজনেস ক্লাসে তারেক রহমানের সঙ্গে আরও পাঁচজন সফরসঙ্গীর টিকিট বুকিং দেওয়া হয়েছে। তাদের মধ্যে রয়েছেন তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান ও কন্যা জায়মা জারনাজ রহমান। এছাড়া তারেক রহমানের মিডিয়া টিমের প্রধান আবু আবদুল্লাহ সালেহ, পারসোনাল অ্যাসিস্ট্যান্ট আব্দুর রহমান সানি এবং তাবাসসুম ফারহানা নামের আরেকজনেরও টিকিট বুকিং রয়েছে বলে জানা গেছে।