গ্রেপ্তার এড়াতে দোতলার ছাদ থেকে লাফ, আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ১৯ ডিসেম্বর ২০২৫, ২২:০৪
ময়মনসিংহে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে পড়ে কাজী মঞ্জুর মোর্শেদ রাজু নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে নগরীর বাঘমারা এলাকার বাসায় পুলিশ অভিযান চালাতে গেলে ছাদ থেকে পড়ে আহত হন রাজু।
নিহত কাজী মঞ্জুর মোর্শেদ রাজু ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় কোতোয়ালী থানা পুলিশ তাকে গ্রেপ্তারে অভিযান চালায়। পুলিশ তাদের বাসার এসে গেট খুলতে বলে। পরে রাজু বিষয়টি টের পেয়ে গ্রেপ্তার এড়াতে দোতলার ছাদ থেকে লাফ দেন। পড়ার সময় বেলকনিতে মাথায় আঘাত লাগে। এতে রাজু গুরুতর আহত হয়। পুলিশ চলে গেলে আশপাশের লোকজন রাজুকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেয়। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রাজুকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক তাকে আইসিইউতে রাখেন। চিকিৎসাধীন অবস্থায় আজ বিকাল ৩টায় তাকে মৃত ঘোষণা করা হয়।
রাজুর স্ত্রী সাথী জানান, ৮-১০ বছর ধরে রাজু রাজনীতির সঙ্গে জড়িত ছিল না। সে রাজনীতি থেকে সরে আসে। তার নামে কোনো মামলাও নেই। ৫ অগাস্টের পর সে স্বাভাবিক জীবনযাপন করছিল।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন বলেন, পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসাবে কাজী মঞ্জুর মোর্শেদ রাজুর বাসায় অভিযান পরিচালনা করা হয়। ওই বাসার কলাপসিবল গেটে পুলিশ নক করে। তবে কেউ গেইট না খুলায় পুলিশ ফিরে আসে। পরে সেখানে কী হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য আমার কাছে নেই।