নেকটার আগামীকালকের সব নিয়োগ পরীক্ষা স্থগিত
- ১৯ ডিসেম্বর ২০২৫, ২০:০৫
রাষ্ট্রীয় শোক ঘোষণার পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন বগুড়ার জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমির (নেকটার) আগামীকাল শনিবারের (২০ ডিসেম্বর) নির্ধারিত নিয়োগ পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে।
অনিবার্য কারণ দেখিয়ে চারটি ক্যাটাগরির লিখিত পরীক্ষা বাতিলের এ সিদ্ধান্ত নেওয়া হয়। স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ পরে সংবাদ বিজ্ঞপ্তি ও টেলিটকের এসএমএসের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। যুগ্মসচিব (কারিগরি-১) শহীদ মোহাম্মদ ছাইদুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) অনুষ্ঠিতব্য নেকটারের বিভিন্ন পদের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থগিত হওয়া পদগুলোর মধ্যে রয়েছে প্রশিক্ষক (গবেষণা সমন্বয়কারী), সহকারী ইন্সট্রাক্টর, সহকারী প্রশিক্ষক (কম্পিউটার, গবেষণা ও ইংরেজি) এবং মেডিকেল অফিসার।
পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে সংবাদ বিজ্ঞপ্তি এবং টেলিটকের এসএমএসের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।