কুয়াকাটায় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ও হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করা হয়
ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করা হয় © টিডিসি

পটুয়াখালীর কুয়াকাটায় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টায় কুয়াকাটা প্রেসক্লাব চত্বরে সচেতন শিক্ষার্থী ও এলাকাবাসীর অংশগ্রহণে কুয়াকাটা স্টুডেন্ট অ্যালায়েন্সের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশ শুরুর আগে প্রেসক্লাব চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কুয়াকাটার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এ সময় বিক্ষোভকারীরা ‘আমার দেশ তোমার দেশ—বাংলাদেশ বাংলাদেশ’, ‘আমি কে? তুমি কে? হাদি হাদি’সহ নানা প্রতিবাদী স্লোগানে মুখর করে তোলে পুরো এলাকা।

মিছিল শেষে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া-মোনাজাত। সভায় বক্তব্য দেন কুয়াকাটা স্টুডেন্ট অ্যালায়েন্সের মুখপাত্র মো. মোজাহিদ সিফাত, আহ্বায়ক মো. মহিন এবং সদস্যসচিব আরিফুল ইসলামসহ অন্যান্য নেতা।

বক্তারা বলেন, ‘শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি ভিন্নমত ও প্রতিবাদী কণ্ঠ দমনের একটি ধারাবাহিক অপচেষ্টা। এই হত্যাকাণ্ডের মাধ্যমে গণতন্ত্রকে ভীত করার চেষ্টা করা হয়েছে।’

তারা আরও বলেন, ‘হাদিকে হত্যা করে জনগণের কণ্ঠ রোধ করা যাবে না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মতপ্রকাশের অধিকার রক্ষায় শিক্ষার্থীরা রাজপথে থাকবে।’

সমাবেশ থেকে হাদি হত্যার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা শরিফ ওসমান হাদির ওপর গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে এবং উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে তিনি মৃত্যুবরণ করেন।