ওসমান হাদির মৃত্যুতে চবি উপাচার্যের শোক
- ১৯ ডিসেম্বর ২০২৫, ১৪:৫৪
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের (ঢাকা-৮ আসন) স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। এ ছাড়া উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিনও শোক প্রকাশ করেছেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে পাঠানো এক শোকবার্তায় শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করা হয়।
শোকবার্তায় বলা হয়, ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শরীফ ওসমান হাদির অসামান্য অবদান এবং সাহসিকতা জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তিনি ছিলেন সত্য-ন্যায়ের সপক্ষে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে এক বলিষ্ঠ কণ্ঠস্বর। তার মতো তরুণ বিপ্লবী জনপ্রিয় নেতার চলে যাওয়া দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক অঙ্গণে এক অপূরণীয় ক্ষতি সৃষ্টি করেছে। তাঁর সাহসী ভূমিকা এবং স্বৈরাচারের বিরুদ্ধে সব সময় বলিষ্ঠ কণ্ঠস্বর তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। আমরা দোয়া করি মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তার পরিবারসহ পুরো দেশবাসীকে এই শোক সইবার শক্তি দান করুন।’
গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় রিকশায় থাকা অবস্থায় চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। গুলিটি তার কানের একপাশ বিদ্ধ করে অন্যপাশ দিয়ে বের হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল (১৮ ডিসেম্বর) রাতে তিনি ইন্তেকাল করেন।