যুদ্ধবিমান পেতে রাশিয়াকে এস–৪০০ ফেরত দিতে চায় তুরস্ক

এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা
এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের তৈরি আধুনিক এফ–৩৫ যুদ্ধবিমান পাওয়ার লক্ষ্যে বড় সিদ্ধান্তের পথে হাঁটছে তুরস্ক। এ লক্ষ্য বাস্তবায়নে রাশিয়ার কাছ থেকে কেনা এস–৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নেওয়ার অনুরোধ জানিয়েছে আঙ্কারা। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের বরাতে এ তথ্য জানিয়েছে লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।

প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে তুর্কমেনিস্তানে অনুষ্ঠিত এক বৈঠকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে সরাসরি এই অনুরোধ জানান। এর আগে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে বিষয়টি নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছিল।

এ খবর এমন এক সময়ে সামনে এলো, যখন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম বারাক জানিয়েছেন, এফ–৩৫ যুদ্ধবিমান কর্মসূচিতে তুরস্ককে আবার যুক্ত করার বিষয়ে ওয়াশিংটন ও আঙ্কারার মধ্যে আলোচনা চলছে। তিনি বলেন, এস–৪০০ ইস্যুতে সমাধান হলে এফ–৩৫ প্রসঙ্গেও অগ্রগতি হতে পারে।

উল্লেখ্য, ২০১৯ সালে রাশিয়ার কাছ থেকে এস–৪০০ প্রতিরক্ষাব্যবস্থা কেনার পর তুরস্ককে এফ–৩৫ যুদ্ধবিমানের যৌথ উৎপাদন কর্মসূচি থেকে বাদ দেয় যুক্তরাষ্ট্র। তখন যুক্তরাষ্ট্র ও ন্যাটো আশঙ্কা করেছিল, রুশ প্রযুক্তির কারণে এফ–৩৫-এর গোপন তথ্য ঝুঁকির মুখে পড়তে পারে। এর ফলে তুরস্কের ওপর বিভিন্ন নিষেধাজ্ঞাও আরোপ করা হয়।

২০২০ সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা আইনে সংশোধনী এনে তুরস্ককে এফ–৩৫ সরবরাহ নিষিদ্ধ করা হয়। তবে শর্ত দেওয়া হয়েছিল—তুরস্ক যদি এস–৪০০ প্রতিরক্ষাব্যবস্থা আর না রাখে, তাহলে ভবিষ্যতে এফ–৩৫ দেওয়া যেতে পারে।

বিশ্লেষকদের মতে, রাশিয়ার কাছে এস–৪০০ ফেরত দেওয়ার প্রস্তাব তুরস্কের আগের অবস্থান থেকে বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। আগে আঙ্কারা চাইছিল এস–৪০০ নিজের কাছে রেখেই এফ–৩৫ সংগ্রহ করতে। এখন সেই অবস্থান বদলে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।