আগামীকালের কারিগরি নিয়োগ পরীক্ষা স্থগিত

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ © ফাইল ছবি

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী (নেকটার), বগুড়ায় অনুষ্ঠিতব্য বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সিলেকশন গ্রেড প্রদান বিষয়ক কমিটির সদস্যসচিব ও যুগ্মসচিব (কারিগরি-১) শহীদ মোহাম্মদ ছাইদুল হকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নেকটার, বগুড়ার আগামী ২০ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য প্রশিক্ষক (গবেষণা সমন্বয়কারী), সহকারী ইন্সট্রাক্টর, সহকারী প্রশিক্ষক (কম্পিউটার), সহকারী প্রশিক্ষক (গবেষণা), সহকারী প্রশিক্ষক (ইংরেজি) এবং মেডিকেল অফিসার পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত ঘোষণা করা হয়েছে।

এতে আরও জানানো হয়, স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে এবং টেলিটক কর্তৃক এসএমএস পাঠিয়ে পরীক্ষার্থীদের জানানো হবে।