গাজীপুর-২ আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিএনপির মশাল মিছিল

মশাল মিছিল
মশাল মিছিল © সংগৃহীত
উচ্চ আদালতের রায়ে গাজীপুর-৬ সংসদীয় আসন বিলুপ্তির পর পুনর্গঠিত গাজীপুর-২ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গাজীপুরে বিশাল মশাল মিছিল করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৮টায় অনুষ্ঠিত এ মিছিলটি ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ বোর্ড বাজার ও বড় বাড়ি এলাকা প্রদক্ষিণ করে।
টঙ্গীর ঐতিহ্যবাহী সরকার পরিবারের ঐক্যের প্রার্থী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক সালাহ উদ্দিন সরকারের ব্যানারে অনুষ্ঠিত এ মশাল মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, গাজীপুর-৬ আসন বিলুপ্তির ফলে গাজীপুর-২ আসনের ভোটার, ভৌগোলিক ও রাজনৈতিক বাস্তবতায় আমূল পরিবর্তন এসেছে। বর্তমানে এ আসনে প্রায় ৮ লাখ ভোটার রয়েছে, যার সংখ্যাগরিষ্ঠ অংশ টঙ্গী, গাছা ও পূবাইল এলাকায় অবস্থান করছে। অথচ এই বাস্তবতা উপেক্ষা করে পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়ন বহাল রাখা হলে তা দলীয়ভাবে ক্ষতিকর হতে পারে।
মিছিল চলাকালে নেতাকর্মীরা ‘ভোটার বাস্তবতা মানতে হবে’, ‘গাজীপুর-২-এ ন্যায্য মনোনয়ন চাই’ এবং ‘ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে’ স্লোগান দেন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে টঙ্গী-কেন্দ্রিক নেতৃত্ব এ আসনে শক্তিশালী সাংগঠনিক ভিত্তি গড়ে তুলেছে এবং অতীতেও এখান থেকেই জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন। এই ঐতিহাসিক ও সাংগঠনিক বাস্তবতা উপেক্ষা করলে নির্বাচনে বিএনপির বিজয় সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হবে।
নেতাকর্মীরা আরও বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে গাজীপুরের বিএনপি নেতাকর্মীরা আন্দোলন-সংগ্রামে জেল-জুলুম, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। সেই ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের অবদান বিবেচনায় নিয়েই মনোনয়ন পুনর্বিবেচনা করা উচিত।
মশাল মিছিল থেকে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, পুনর্গঠিত গাজীপুর-২ আসনের বর্তমান ভোটার বাস্তবতা বিবেচনায় নিয়ে মনোনয়ন পুনর্মূল্যায়ন করা হোক।
মিছিলে নেতৃত্ব দেন গাছা থানা বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ ও সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইদ্রিস খান।