ঢাবির মুজিব হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদী হল’ নামকরণ শিক্ষার্থীদের
- ১৯ ডিসেম্বর ২০২৫, ০৪:০০
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদী হল’ নামকরণ করেছেন। হলের সামনে ও ভেতরে ‘শহীদ ওসমান হাদী হল’ লেখা ব্যানারও টানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ওসমান হাদীর মৃত্যুর প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফেসবুক গ্রুপে মুজিব হলের নাম পরিবর্তনের দাবি তোলা হলে অন্য শিক্ষার্থীরাও সেখানে সহমর্মিতা প্রকাশ করেন।
এ সময় কয়েকজন শিক্ষার্থী শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ফেলানী হল’ করার প্রস্তাবও উত্থাপন করেন।
মুজিব হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আহমেদ আল সাবাহ বলেন, হলের নাম পরিবর্তনের দাবিতে এর আগেও দুইবার উপাচার্যের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছিল। তবে ক্যাম্পাসের প্রশাসনিক জটিলতা ও বিভিন্ন প্রভাবের কারণে তা বাস্তবায়ন হয়নি বলে তিনি দাবি করেন। তার ভাষ্য অনুযায়ী, ওসমান হাদীর মৃত্যুকে কেন্দ্র করেই হলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হল সংসদের সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মুশফিক তাজওয়ার মাহী বলেন, মুজিবের নামে কোনো হল তারা আর চান না। তার দাবি অনুযায়ী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে শহীদ শরিফ ওসমান হাদীর নামে নামকরণ করা হয়েছে।