বাংলাদেশি শিক্ষার্থীদের মাস্টার্স-পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে চীন, থাকছে আবাসন-মাসিক বৃত্তি
- ১৮ ডিসেম্বর ২০২৫, ১২:০৩
আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে তিন বছর মেয়াদি স্নাতকোত্তর ও চার বছর মেয়াদি পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে চীন সরকার। চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের (সিএসসি) আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা চীনের ল্যানঝো বিশ্ববিদ্যালয় থেকে উক্ত ডিগ্রি অর্জনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৮ ফেব্রুয়ারি ২০২৬।
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রাচীন ও স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হলো ল্যানঝো বিশ্ববিদ্যালয়। ১৯০৯ সালে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়টি আধুনিক গবেষণা সুবিধা, দক্ষ শিক্ষকমণ্ডলী ও আন্তবিষয়ক শিক্ষার মাধ্যমে শিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিক মান বজায় রেখে।
যেসব বিষয়ে আবেদন করা যাবে
বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান, প্রযুক্তি, স্বাস্থ্য, সমাজবিজ্ঞান, মানবিকবিদ্যা থেকে শুরু করে কৃষি ও প্রকৌশল—সব ক্ষেত্রকেই অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানে আন্তর্জাতিক শিক্ষার্থীরা জিওকেমিস্ট্রি, নিউক্লিয়ার সায়েন্স, পার্টিক্যাল ফিজিকস, রেডিওকেমিস্ট্রি, রিসোর্স অ্যান্ড পাওয়ার, কেমিস্ট্রি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, নিউরোলজি, ইন্টারনাল মেডিসিন, সার্জারি, জার্নালিজম, আইন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, সোসিওলজি, পাবলিক হেলথ, এপিডেমিওলজি, মিউজিক, আর্ট ডিজাইনসহ অসংখ্য বিষয়ে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ পাবেন।
সুযোগ-সুবিধা—
*মাস্টার্স প্রোগ্রামে মাসে ৩,০০০ ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় ৫২,০২৫ টাকা);
*পিএইচডি প্রোগ্রামে মাসে ৩,৫০০ ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় ৬০,৬৯৬ টাকা);
*রেজিস্ট্রেশন ফ্রি;
*কোনো টিউশন ফি লাগবে না;
*ক্যাম্পাসে বিনা মূল্যে থাকার ব্যবস্থা;
*চিকিৎসা বিমা সুবিধা;
আরও পড়ুন: ফুল ফ্রি স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডি করুন কাতারের ইউনিভার্সিটিতে, আবাসনসহ থাকছে নানা সুবিধা
আবেদনের যোগ্যতা
*চীন ব্যতীত অন্য দেশের নাগরিক হতে হবে;
*আবেদনকালে ৩৫ বছরের কম বয়সী স্নাতক ডিগ্রিধারী হতে হবে (মাস্টার্সের ক্ষেত্রে);
*আবেদনকালে ৪০ বছরের কম বয়সী স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে (পিএইচডির ক্ষেত্রে);
*অন্য কোনো বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী আবেদন করতে পারবেন না;
আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে পড়ুন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ে, আবেদন স্নাতকে
প্রয়োজনীয় নথি
*চীনা সরকার বৃত্তির আবেদন ফরম;
*পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি);
*একটি অধ্যয়ন পরিকল্পনা বা গবেষণা প্রস্তাব;
*দুটি সুপারিশপত্র;
*পাসপোর্টের একটি অনুলিপি;
*অপরাধকর্মে জড়িত না মর্মে প্রত্যয়নপত্র;
আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: আগামী ১৮ ফেব্রুয়ারি ২০২৬।