শিক্ষাবিদ মো. আবদুল মোতালেব মাস্টারের স্মরণ সভা ও দোয়া মাহফিল কাল
- ১৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৫
আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় এবং কর্ণফুলী উপজেলার দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, শিলাইগড়া রহিমিয়া ফোরকানিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক মাস্টার মো. আবদুল মোতালেবের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আগামীকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টায় আনোয়ারা উপজেলার শিলাইগড়া গ্রামে অবস্থিত মাস্টার এম. এ. মোতালেব স্মৃতি সংসদ কার্যালয়ে এই স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে মরহুমের বর্ণাঢ্য কর্মজীবন, শিক্ষা বিস্তারে তাঁর অবদান ও সমাজ গঠনে তাঁর অনন্য ভূমিকা স্মরণ করে আলোচনা করা হবে। পাশাপাশি তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
শিক্ষা ও মানবিক মূল্যবোধে আলোকিত মানুষ গড়ে তুলতে আজীবন নিবেদিতপ্রাণ এই শিক্ষাবিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার জন্য মাস্টার এম. এ. মোতালেব স্মৃতি সংসদ এবং মরহুমের পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, মাস্টার মো. আবদুল মোতালেব তাঁর কর্মজীবনে সততা, নিষ্ঠা ও আদর্শ শিক্ষাদানের মাধ্যমে অসংখ্য শিক্ষার্থীকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলেছেন। তাঁর মৃত্যুবার্ষিকীতে আয়োজিত এই স্মরণ সভা নতুন প্রজন্মের কাছে তাঁর কর্ম ও আদর্শ তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ বলে মনে করছেন আয়োজকরা।