চট্টগ্রামে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

চট্টগ্রামে সড়ক দূর্ঘটনা
চট্টগ্রামে সড়ক দূর্ঘটনা © টিডিসি ফোটো

চট্টগ্রামের শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) এর প্রবেশ মুখে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সেতুর কর্ণফুলী থানা অংশের টোল প্লাজার পূর্বে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী মোঃ ফরিদ (৪৫) পটিয়া উপজেলার হরিংখাইন গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। চট্টগ্রাম নগরীর চাক্তাই থেকে ব্যবসায়িক কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন তিনি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শহর থেকে ফিরার পথে হানিফ বাস (ঢাকামেট্রো ব ১৪-৪২৯৬) নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি মোটরসাইকেল ও মাহিন্দ্রা টেক্সিকে ধাক্কা দেয়। সেই সাথে মোটরসাইকেলটি বাসের ভিতরে ঢুকে পড়লে বাইক চালক বাসের নিচে চাপা পড়ে।

এতে ঘটনাস্থলে চালকের মৃত্যু হয়। মাহিন্দ্রায় থাকা কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়। তাদেরকে পরে স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।ঘটনার পরপরই বাসের চালক পালিয়ে যায় বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম।তিনি জানান, 'শাহ আমানত সেতু এলাকায় বেপরোয়া বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু ঘটেছে। এঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।'