চবির ভর্তি পরীক্ষায় আবেদন পড়েছে ২ লাখ ৩০ হাজার, প্রতি আসনে লড়বেন ৬৫ জন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে ৩ হাজার ৫৪০টি সাধারণ আসনের বিপরীতে আবেদন করেছেন ২ লাখ ৩০ হাজারের বেশি শিক্ষার্থী। এ হিসাবে আসনপ্রতি লড়বেন ৬৫ জন শিক্ষার্থী। 

বুধবার (১৭ ডিসেম্বর) ভর্তি কমিটির সদস্যসচিব এস এম আকবর হোছাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে সর্বাধিক ৮৬ হাজার ৬৬৭ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এই ইউনিটে সংখ্যা ১ হাজার ৯৩টি। কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে আবেদন করেছেন ৬৮ হাজার ৫০৮ জন ভর্তিচ্ছু। ইউনিটটিতে আসন রয়েছে ৬৯০টি। ব্যবসায় প্রশাসন অনুষদের অধীনে ‘সি’ ইউনিটে আবেদন পড়েছে ১৬ হাজার ৬২৯টি। ‘সি’ ইউনিটে আসনসংখ্যা ৫১০টি। সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে ৮৪২টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৫০ হাজার ৮২৬ জন শিক্ষার্থী।

আরও পড়ুন: চবিতে দ্বন্দ্বে ব্যস্ত ছাত্রদল-শিবির, মাথাচাড়া দিচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ

এ ছাড়া বি-১ উপ-ইউনিটে আবেদন পড়েছে ১ হাজার ৬০৪টি। এই ইউনিটে আসন রয়েছে ১২৫টি। বি-২ উপ-ইউনিটে ২৪০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৪ হাজার ৭৩৭টি। ডি-১ উপ-ইউনিটে আবেদনকারীর সংখ্যা ১ হাজার ৩৮৫ জন। ইউনিটটিতে আসন রয়েছে ৪০টি।

আগামী ২ জানুয়ারি (শুক্রবার) তিনটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে এবারের ভর্তি পরীক্ষা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা। 

গতবারের ন্যায় এবারও বহুনির্বাচনি প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের পরীক্ষায় ১০০টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে, সময় এক ঘণ্টা। প্রতিটি প্রশ্নের মান ১। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ করে নম্বর কাটা হবে, অর্থাৎ চারটি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে। পরীক্ষায় নূন্যতম পাস নম্বর ৪০।