দ্রুত কাজ, দীর্ঘ ব্যাকআপ নিয়ে বাজারে আসছে ভিভো এক্স৩০০ প্রো
- ১৭ ডিসেম্বর ২০২৫, ২০:০২
ফ্ল্যাগশিপের পূর্ণাঙ্গ অভিজ্ঞতা নিশ্চিত করতে ভিভো বাজারে নিয়ে এসেছে তাদের নতুন ডিভাইস ভিভো এক্স৩০০ প্রো। প্রো লেভেলের টেলিফটো ক্যামেরা এবং উচ্চমানের পারফরম্যান্সের এই সংমিশ্রণ ডিভাইসটিকে সত্যিই শক্তিশালী করে তুলেছে। এ অসাধারণ পারফরম্যান্সের মূলে রয়েছে ভিভো ও মিডিয়াটেকের সহযোগিতায় তৈরি ডাইমেনসিটি ৯ হাজার ৫০০ চিপসেট। যা, কুইক রেসপন্স ও দুর্দান্ত পারফরম্যান্সের সাথে নিশ্চিত করে স্মুথ এক্সপেরিয়েন্স।
শক্তিশালী ৪.২১ গিগাহার্জ অক্টা-কোর প্রসেসরের সাথে প্রস্তুত ডাইমেনসিটি ৯ হাজার ৫০০ চিপসেটটি বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল সিপিইউগুলোর মধ্যে একটি। শক্তিশালী কোর, ডেডিকেটেড ইমেজিং চিপ এবং ভিভোর অত্যন্ত দক্ষ ইমেজিং এনপিইউ মিলিত হয়ে এক্স৩০০ প্রো-কে করেছে আরও উন্নত।
ভিভোর নতুন এ ফ্ল্যাগশিপ ডিভাইসটিতে যুগান্তকারী ডুয়াল-চিপ ইন্টিগ্রেশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। শক্তিশালী ডাইমেনসিটি ৯ হাজার ৫০০ প্রসেসরের সঙ্গে বিশেষভাবে যুক্ত করা হয়েছে ভিভোর নিজস্ব ভিথ্রি+ ইমেজিং চিপ। এই সমন্বয়ের ফলে ফোনটির পেশাদার গ্রেডের ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি এবং কম আলোতে ছবি তোলার দক্ষতা বহুগুণ বৃদ্ধি পায়। ডুয়াল-চিপ প্রযুক্তির কারণে ছবি তোলার সময় ক্যামেরা দ্রুত রেসপন্স করে, পোর্ট্রেট ভিডিও হয় আরও স্মুথ এবং যেকোনো পরিস্থিতিতে ফোনটি স্থিরভাবে কাজ করে।
ভিভো এক্স৩০০ প্রো-তে আছে ২০০ মেগাপিক্সেল জাইস এপিও টেলিফটো ক্যামেরার সাথে আল্ট্রা-সেন্সিং সেন্সর ও সিআইপিএ ৫.৫-রেটেড গিম্বেল স্ট্যাবিলাইজেশন। পাশাপাশি ৫০ মেগাপিক্সেল জাইস ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও ৫০ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল সেলফি ক্যামেরার এই শক্তিশালী সেটআপকে ডাইমেনসিটি চিপ আরও শক্তিশালী ব্যাকআপ দেয়।
এছাড়াও, এআরএম মালি জি-ওয়ান আল্ট্রা গ্রাফিক্স প্রসেসর ডাইমেনসিটি ৯৫০০-এর সাথে যুক্ত হয়ে গেমিং ও ভিডিও স্ট্রিমিং করে একদম স্মুথ, যা ৩৩ শতাংশ উন্নত পারফরম্যান্সের সাথে ৪২ শতাংশ ব্যাটারি কনসাম্পশন কমিয়ে দেয়। অন্যদিকে, ডাইমেনসিটি ৯ হাজার ৫০০-এর সাথে থাকা ভিথ্রি+ চিপ এবং নতুন প্রজন্মের ইমেজিং এনপিইউ, এআই প্রসেসর ফোকাস ট্র্যাকিং এবং ভিডিও প্রসেসিংকে করে আরও স্মার্ট ও নির্ভুল।
নতুন অরিজিনওএস ৬, ডাইমেনসিটি ৯ হাজার ৫০০-এর শক্তিকে কাজে লাগিয়ে সিস্টেমকে আরও দ্রুত ও মসৃণ করে তোলে। অ্যাপ সুইচিং, অ্যানিমেশন এবং ইউআই ট্রানজিশনে পাওয়া যায় আরও স্মুথ অভিজ্ঞতা। দীর্ঘ সময় পারফরম্যান্স ধরে রাখতে ভিভো এক্স৩০০ প্রো-তে রয়েছে ৬ হাজার ৫১০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি, সঙ্গে ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ ও ৪০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। বড় ব্যাটারি ও এনার্জি-এফিশিয়েন্ট ডাইমেনসিটি ৯৫০০ একসাথে নিশ্চিত করে দীর্ঘ ব্যাকআপ ও দ্রুত চার্জিং সুবিধা।
মিডিয়াটেক ডাইমেনসিটি ৯ হাজার ৫০০ ভিভো এক্স৩০০ প্রো-কে শুধু একটি ফ্ল্যাগশিপ ফোন নয়, বরং একটি পূর্ণাঙ্গ পাওয়ারহাউসে রূপ দিয়েছে। দ্রুত গতি, কম পাওয়ার খরচ এবং স্থিতিশীল হাই-ডিমান্ড পারফরম্যান্স সবকিছুর নিখুঁত সমন্বয়ে ডাইমেনসিটি ৯ হাজার ৫০০ আধুনিক স্মার্টফোন অভিজ্ঞতার নতুন মানদণ্ড স্থাপন করেছে।