গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিতে বাংলাদেশ

বাংলাদেশ দল
বাংলাদেশ দল © এসিসি

চলমান যুব এশিয়া কাপে টানা দুই জয়ে আগেই সেমিফাইনালের পথ সুগম করে রেখেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এবার শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ চারে পা রাখল টাইগার যুবারা। সেমিতে আরেক গ্রুপের রানার-আপ পাকিস্তানের মুখোমুখি হবে আজিজুল হাকিম তামিমের দল।

বুধবার (১৭ ডিসেম্বর) দুবাইয়ে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪৬ দশমিক ৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২২৫ রান করে বাংলাদেশ। জবাবে ৪৯ দশমিক ১ ওভারে ১৮১ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা।

বাংলাদেশের ছুঁড়ে দেওয়া মাঝারি লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। দলীয় ৪৪ রানের মধ্যেই ৪ উইকেট খুইয়ে ফেলে তারা। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৪১ রানের ইনিংস খেলেন চামিকা হিনাতিগালা। এর বাইরে আধাম হিল্মির ব্যাট থেকে ৩৯ রানের ইনিংস এসেছে।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন শাহরিয়ার আহমেদ ও ইকবাল হোসেন ইমন। এ ছাড়া দুটি উইকেট নেন সামিউন বশির রাতুল। আর একটি করে উইকেট নেন অধিনায়ক তামিম ও সাদ ইসলাম রাজিন। 

এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে কোনো উইকেট না হারিয়ে ৮৪ রান তুলে ফেলেন জাওয়াদ আবরার ও রিফাত বেগ। পরে ৩৬ বলে ৪৯ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন আবরার। অন্যপ্রান্তে আরেক ওপেনার রিফাতও টিকতে পারেননি। ৪৮ বলে ৩৬ রান করে ফেরেন তিনি। 

তৃতীয় উইকেটে ৪৮ বলে ২৯ রান করে অধিনায়ক তামিম আউট হওয়ার পর হঠাৎ ছন্দপতন শুরু হয়। ২ উইকেটে ১৫৬ করা বাংলাদেশ পরের ৩৫ রানে আরও ৬ উইকেট হারায়। 

সেখান থেকে একাই টেনে নেন কালাম। ৬০ বলে ৩২ রানের ধৈর্যশীল ইনিংস খেলেন তিনি। শেষদিকে ফরিদ হাসানের ৪০ বলে ২৯ ও ইকবাল হোসেন ইমনের ১২ রানের সুবাদে কোনমতে দুই শ' ছাড়ায় বাংলাদেশের পুঁজি।

শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন কাবিজা গ্যামেজ। এ ছাড়া ভিরান চামুদিথা ও রাসিথ নিমসারা দুটি করে উইকেট নেন।