কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ল
- ১৭ ডিসেম্বর ২০২৫, ১৯:১২
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্নাতক (সম্মান) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আবেদনের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির তথ্যমতে, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বিভিন্ন ইউনিটে এখন পর্যন্ত মোট ৮০ হাজার ৫২ জন শিক্ষার্থী আবেদন সম্পন্ন করেছেন। আবেদন প্রক্রিয়া আগামী ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বাড়ানো হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. তোফায়েল আহমেদ।
বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য এ তিন ইউনিটে কোটা ব্যতীত মোট আসন রয়েছে ৮৯০টি, পাশাপাশি বিভিন্ন কোটায় অতিরিক্ত ১০৭টি আসন সংরক্ষিত রয়েছে। যার মধ্যে মুক্তিযোদ্ধার সন্তান কোটা ৪৫ জন, TRQ- ১১ জন, NRQ- ৭ জন, শারীরিক প্রতিবন্ধী ৬ জন, পোষ্য ১৯ জন (প্রতি বিভাগে সর্বোচ্চ ১ জন), খেলোয়াড় কোটায় ১৯ জন (প্রতি বিভাগে সর্বোচ্চ ১ জন)।
ইউনিটভিত্তিক আবেদনে, বিজ্ঞান শাখার ‘এ’ ইউনিটে ৩০০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৩৭ হাজার ৮২৭ জন। মানবিক শাখার ‘বি’ ইউনিটে ৩৯০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৩১ হাজার ৪৫৮ জন এবং বাণিজ্য শাখার ‘সি’ ইউনিটে ২০০ আসনের বিপরীতে আবেদন করেছেন ১০ হাজার ৭৬৭ জন শিক্ষার্থী।
ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী, ৩০ জানুয়ারি সকাল ১১টায় ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরদিন ৩১ জানুয়ারি সকাল ১১টায় ‘বি’ ইউনিটের পরীক্ষা এবং একই দিন বিকেল ৩টায় ‘সি’ ইউনিটের পরীক্ষা গ্রহণ করা হবে।
ভর্তি পরীক্ষা এক ঘণ্টা সময়ের ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে গ্রহণ করা হবে। প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ মার্ক কাটা হবে। ভর্তি পরীক্ষার পাশ নম্বর প্রত্যেক ইউনিটে সর্বনিম্ন ৩৩ নির্ধারণ।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আনোয়ার হোসেন জানান, ‘আজকের মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। এখন পর্যন্ত আবেদন ছাড়িয়েছে ৮০ হাজারের উপরে।’
আবেদন প্রক্রিয়া শেষ হলে ভর্তি পরীক্ষার আসন বণ্টনসহ সংশ্লিষ্ট বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বিষয়ক ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এর আগে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয় গত ২৭ নভেম্বর। শেষ হবার কথা ছিল ১৭ ডিসেম্বর।