আইপিএল নিলাম

সবোর্চ্চ ১০ দামি ক্রিকেটারের তালিকায় মোস্তাফিজ, বাকিরা কারা?

মোস্তাফিজুর রহমান
মোস্তাফিজুর রহমান © সংগৃহীত

আবুধাবির এতিহাদ অ্যারেনায় মঙ্গলবার (১৬ ডিসেম্বর) অনুষ্ঠিত হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি নিলাম। যেখানে ৭৭টি জায়গার জন্য প্রায় ৩৫০ ক্রিকেটার নাম দিয়েছিলেন।

প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ৮ জন বিদেশি এবং সবমিলিয়ে সর্বোচ্চ ২৫ জন ক্রিকেটার দলে নেওয়ার সুযোগ পায়। ১০টি ফ্র্যাঞ্চাইজিই ২৫ জনের কোটা পূরণ করেছে, তবে গুজরাট টাইটান্স ও লখনৌ সুপার জায়ান্টস বিদেশির সর্বোচ্চ কোটা ৮ স্পর্শ করেনি। ৭ জন করে বিদেশি দলে নেয় তারা।

নিলামে ক্রিকেটারদের নিয়ে সবচেয়ে বেশি সক্রিয় ছিল কলকাতা নাইট রাইডার্স। বিদেশিদের মধ্যে সর্বোচ্চ দামের রেকর্ড গড়ে ২৫ কোটি ২০ লাখ রুপিতে ক্যামেরন গ্রিনকে দলে নেয় কেকেআর। একই সঙ্গে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে ভেড়ায় তারা। লাল-সবুজের প্রতিনিধিদের মধ্যে তিনিই আইপিএলে সবচেয়ে দামি ক্রিকেটার।

অন্যদিকে দুই অনভিষিক্ত ক্রিকেটারকে রেকর্ড দামে কিনে নেয় চেন্নাই সুপার কিংস। এ ছাড়া ১৩ কোটি রুপিতে লিয়াম লিভিংস্টোনকে দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ।

নিলামে ৭৭ জন ক্রিকেটার নিতে মোট ২১৫ কোটি ৪৫ লাখ রুপি খরচা হয় ফ্র্যাঞ্চাইজিগুলোর। এর মধ্যে সবচেয়ে বেশি টাকা খরচ কলকাতা।

এদিকে দুই মাসেরও বেশি সময় ধরে চলবে আইপিএলের ১৯তম আসর। আগামী বছরের ২৬ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত সম্ভাব্য সূচিও নির্ধারণ করা হয়েছে ইতোমধ্যে।

২০২৬ আইপিএল মিনি নিলামের ১০ দামি ক্রিকেটার: 

ক্যামেরন গ্রিন (কলকাতা নাইট রাইডার্স)- ২৫ কোটি ২০ লাখ রুপি
মাথিশা পাথিরানা (কলকাতা নাইট রাইডার্স)- ১৮ কোটি রুপি
কার্তিক শর্মা (চেন্নাই সুপার কিংস)- ১৪ কোটি ২০ লাখ রুপি
প্রশান্ত বীর (চেন্নাই সুপার কিংস)- ১৪ কোটি ২০ লাখ রুপি
লিয়াম লিভিংস্টোন (সানরাইজার্স হায়দরাবাদ)- ১৩ কোটি রুপি
মোস্তাফিজুর রহমান (কলকাতা নাইট রাইডার্স)- ৯ কোটি ২০ লাখ রুপি
জশ ইংলিস (লখনৌ সুপার জায়ান্টস)- ৮ কোটি ৬০ লাখ রুপি
আকিব ধার (দিল্লি ক্যাপিটালস)- ৮ কোটি ৪০ লাখ রুপি
রবি বিষ্ণুই (রাজস্থান রয়্যালস)- ৭ কোটি ২০ লাখ রুপি
জেসন হোল্ডার (গুজরাট টাইটান্স)- ৭ কোটি রুপি