নতুন ফরম্যাটে পিএসএল
- ১৭ ডিসেম্বর ২০২৫, ১৮:২৪
আগামী বছরের ২৬ মার্চ শুরু হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসর, যা ৩ মে পর্যন্ত চলবে। ৩৯ দিনে এবার মোট ৪৪টি ম্যাচ মাঠে গড়াবে। এতে ৮ দলের এই টুর্নামেন্টে ফরম্যাটই বদলে যাচ্ছে এবার।
পিএসএল কর্তৃপক্ষ জানিয়েছে, দলের সংখ্যা বাড়লেও টুর্নামেন্টের সময়কাল খুব বেশি না বাড়ায় এবার প্রচলিত লিগ পদ্ধতি থেকে সরে আসা হচ্ছে। সেই লক্ষ্যে নতুন কাঠামোয় এবারের পিএসএল আয়োজন করা হচ্ছে।
নতুন ফরম্যাট অনুযায়ী, প্রথম পর্বে সিঙ্গেল লিগ হবে। যেখানে ৮টি দলই একে অপরের বিপক্ষে একবার করে মুখোমুখি হবে। এতে প্রতিটি দলই সমান সুযোগ পাবে। যেখান থেকেই পরবর্তী পর্বের সমীকরণ নির্ধারিত হবে।
দ্বিতীয় পর্বে ‘সুপার ফোর’ প্রতিযোগিতা হবে। এই পর্বে ৮টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে, যেখানে প্রতিটি গ্রুপে ৪টি করে দল জায়গা পাবে। এই পর্বে তিনটি করে ম্যাচ খেলবে প্রতিটি দল। এই পর্বে মোট ১২টি ম্যাচ হবে, সেখান থেকেই প্লে-অফের সূচি নির্ধারিত হবে।
সুপার ফোর পর্ব শেষে শীর্ষ দুটি দল প্লে-অফে জায়গা করে নেবে। আর আগের আসরগুলোর মতোই ৪টি প্লে-অফের মাধ্যমে চ্যাম্পিয়ন নির্ধারণ করা হবে। নতুন ফরম্যাট ও দলের সংখ্যা বাড়লেও প্রতিটি দল অন্তত ১০টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে।
এবারের আসরের ম্যাচগুলো করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি ও মুলতানে হবে। পাশাপাশি প্রথমবারের মতো পিএসএলের ভেন্যু হিসেবে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়াম যুক্ত হচ্ছে।