মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ প্রাইম ইউনিভার্সিটির

প্রাইম ইউনিভার্সিটির পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে ফুল নিবেদন
প্রাইম ইউনিভার্সিটির পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে ফুল নিবেদন © সংগৃহীত

প্রাইম ইউনিভার্সিটির যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে মহান বিজয় দিবস উদ্‌যাপিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবস উপলক্ষ্যে সাভার জাতীয় স্মৃতিসৌধে বিশ্ববিদ্যালয় পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত প্রফেসর ড. আব্দুর রহমান, উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) ও ট্রেজারার-এর নেতৃত্বে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ ছাড়াও শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে উপস্থিত ছিলেন প্রফেসর ড. রকিবুল হাসান, ডিন, কলা ও সমাজবিজ্ঞান অনুষদ এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।