রাষ্ট্রপতির আমন্ত্রণ পেলেন যবিপ্রবির ২২ স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থী

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত ও সম্পাদিত

৫৫তম মহান জাতীয় বিজয় দিবস উদযাপন উপলক্ষে রাষ্ট্রপতি কর্তৃক স্বর্ণপদকপ্রাপ্ত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২২ জন শিক্ষার্থীকে বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব এএসএম কাসেম স্বাক্ষরিত এক অফিস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

আমন্ত্রিত শিক্ষার্থীরা হলেন মো. তারেকুজ্জামান, নওশীন ফারজানা, জান্নাতুল আজমী, অমিত কুমার মন্ডল, সবনীল বিশ্বাস, সায়েদুন্নেছা নিশি, মো. ইসমাইল, শ্রীমন্ত রায়, স্বর্ণা বিশ্বাস, মোছা. শারমিন আক্তার, সজনী খাতুন, জারিন খান মুন, অটল মন্ডল, মোসাঃ. বিউটি খাতুন, মো. শাফায়েত হোসেন, অনামিকা পোদ্দার, রওনক আরা, ফারহানা ফেরদৌস তারিন, খাদিজা আক্তার রিটা, মাহাদিয়া তাবাসসুম, সোহেলী সুলতানা এবং মো. তানভীর ইসলাম।

উল্লেখ্য, স্বর্ণপদকপ্রাপ্ত এসব শিক্ষার্থীর মধ্যে অনেকে বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন, কেউ কেউ বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে পেশাগত দায়িত্ব পালন করছেন। তাদের এই অর্জন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের ও অনুপ্রেরণার প্রতীক।