বিজয় দিবস উপলক্ষে কবি নজরুল কলেজে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিজয় দিবস উপলক্ষে কবি নজরুল কলেজে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিজয় দিবস উপলক্ষে কবি নজরুল কলেজে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান © টিডিসি ফোটো

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল দশটায় কলেজ অডিটোরিয়ামে এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়। এসময় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান। 

মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন কমিটির আহবায়ক আব্দুল্লাহ আল-মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ হায়দার মিঞা। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নুরুন নাহার। এছাড়াও কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান শিক্ষক,কর্মকর্তা-কর্মচারী, এবং সকল সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও  শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মহান বিজয় দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক মুহাম্মদ হায়দার মিঞা বলেন, মহান বিজয় দিবস আমাদের গৌরব, ত্যাগ ও আত্মমর্যাদার প্রতীক। ১৯৭১ সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের জন্য শুধু উৎসবের নয়, বরং দায়িত্বেরও স্মারক।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তোলাই আজকের প্রজন্মের প্রধান চ্যালেঞ্জ। এ জন্য শিক্ষার্থীদের সচেতন, দেশপ্রেমিক ও সত্যনিষ্ঠ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন,১৯৭১ সালে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের বিনিময়ে অর্জিত এই বিজয় আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। তিনি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এবং দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে কলেজের সাংস্কৃতিক সংসদের শিল্পীরা দেশাত্মবোধক গান পরিবেশন করেন এবং কলেজের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি করেন।