বিজয় দিবসে হাবিপ্রবি সাংবাদিক সমিতির শ্রদ্ধাঞ্জলি অর্পণ

বিজয় দিবসে হাবিপ্রবি সাংবাদিক সমিতির শ্রদ্ধাঞ্জলি অর্পণ
বিজয় দিবসে হাবিপ্রবি সাংবাদিক সমিতির শ্রদ্ধাঞ্জলি অর্পণ © টিডিসি ফোটো

মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) সাংবাদিক সমিতি। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সহসভাপতি রিয়া মোদকের নেতৃত্বে সাংবাদিক সমিতির পক্ষ থেকে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। 

এ সময় বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সহ-সভাপতি রিয়া মোদক, সাংগঠনিক সম্পাদক রাহাত হোসেন, কোষাধ্যক্ষ কামরুল হাসান, সিনিয়র কার্যনির্বাহী সদস্য মুরাদ হোসেন সহ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা প্রমুখ  উপস্থিত ছিলেন।

মহান বিজয় দিবস উপলক্ষে হাবিপ্রবি সাংবাদিক সমিতির সহ সভাপতি রিয়া মোদক বলেন, মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের আত্মত্যাগের মাধ্যমেই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। এই স্বাধীনতার চেতনাকে ধারণ করেই সাংবাদিক সমিতি দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান গ্রহণ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব। বিশ্ববিদ্যালয় ও সমাজের ইতিবাচক উন্নয়নে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা অব্যাহত থাকবে। ভবিষ্যতেও সাংবাদিক সমিতি মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে পেশাগত দায়িত্ব পালনে সচেষ্ট থাকবে।

শ্রদ্ধা নিবেদনকালে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক (ভারপ্রাপ্ত) মো. খাদেমুল ইসলাম প্রমুখ।