মেয়েদের বিভিন্ন খেলা ও জিমন্যাস্টিকসের প্রশিক্ষণ দেবে বিকেএসপি ও মহিলা ক্রীড়া সংস্থা
- ১৬ ডিসেম্বর ২০২৫, ১৯:০৯
ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ও মহিলা ক্রীড়া সংস্থা যৌথভাবে মেয়েদের জন্য ফুটবল, ক্রিকেট, টেবিল টেনিস, সাঁতার এবং জিমন্যাস্টিকসের ফাউন্ডেশন ট্রেনিং কোর্স পরিচালনা করবে। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এ উপলক্ষ্যে বিকেএসপি ও মহিলা ক্রীড়া সংস্থার মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
এই সমঝোতার ভিত্তিতে তৃণমূল পর্যায়ের মহিলাদের ক্রীড়াক্ষেত্রে বিভিন্ন খেলায় অংশগ্রহণ এবং সাফল্য নিশ্চিত করতে এই ফাউন্ডেশন ট্রেনিংয়ের আয়োজন করা হবে।
বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মনিরুল ইসলাম এনডিসি, পিএইচডি এবং বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা নিজ নিজ সংস্থার পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
মহিলা ক্রীড়া সংস্থার ধানমন্ডির কার্যালয়ে এই স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্ণেল মো. গোলাম মাবুদ হাসান পিএসসি এবং সংস্থার কার্যনির্বাহী কমিটির সদস্যরা।