রেকর্ড দামে বিক্রি হয়েও সোয়া ৭ কোটি পাচ্ছেন না গ্রিন
- ১৬ ডিসেম্বর ২০২৫, ১৬:০৭
আইপিএলের মিনি নিলামের আগে থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ক্যামেরুন গ্রিন। নিলামের টেবিলে তার জন্য তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখায় একাধিক ফ্র্যাঞ্চাইজি। প্রথমে তাকে দলে নিতে আগ্রহ দেখায় কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস, পরে সেখানে যোগ দেয় চেন্নাই সুপার কিংসও। শেষ পর্যন্ত ২৫ কোটি ২০ লাখ রুপিতে এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে দলে ভেড়ায় কলকাতা।
তবে ২৫ কোটি ২০ লাখে বিক্রি হয়েও অদ্ভুত নিয়মে ১৮ কোটির বেশি মিলবে না গ্রিনের। মূলত মিনি নিলামে বিদেশি ক্রিকেটারদের অস্বাভাবিক দাম না পাওয়ার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডকে নিয়ম প্রণয়নের অনুরোধ করেছিল ফ্র্যাঞ্চাইজিরা। নতুন নিয়মে কোনো বিদেশি ক্রিকেটারকে ১৮ কোটি রুপির বেশি পারিশ্রমিক দেওয়া যাবে না। এতে কলকাতা ও চেন্নাই ৪০ কোটি রুপি বাজেট নিয়ে নিলামে নামলেও অতিরিক্ত খরচ হলে তা ক্রিকেটারদের উন্নতিতে ব্যবহৃত হবে।
নিয়ম অনুযায়ী, মিনি নিলামে কোনো বিদেশি ক্রিকেটারের সর্বোচ্চ দাম রিটেন করা ক্রিকেটারদের মধ্যে যাদের দাম সবচেয়ে বেশি, তার চেয়ে কম হতে হবে। পাশাপাশি, গত মেগা নিলামে সর্বোচ্চ দাম পাওয়া ক্রিকেটারকে দেওয়া সেই দাম দিয়েও মিনি নিলাম থেকে কোনো বিদেশি কেনা যাবে না। বর্তমানে রিটেন করা ক্রিকেটারদের সর্বোচ্চ দাম ১৮ কোটি রুপি, আর গতবার লখনৌর কাছে ২৭ কোটি রুপিতে বিক্রি হন পান্ত। এবার কোনো বিদেশি ক্রিকেটারের দাম তার চেয়ে বেশি হবে না।
সবমিলিয়ে গ্রিন নিলামে ২৫ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হলেও ১৮ কোটি রুপির বেশি পাবেন না। বাকি ৭ কোটি ২০ লাখ রুপি প্লেয়ার্স ওয়েলফেয়ার ফান্ডে জমা পড়বে।
এদিকে নিলামের শুরুতেই জ্যাক ফ্রেঞ্জার ম্যাকগার্কের নাম উঠেছিল, কিন্তু তাকে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজিই। তবে নিলামে প্রথম ক্রিকেটার হিসেবে দল পান ডেভিড মিলার, তাকে ২ কোটিতে দলে নেয় দিল্লি ক্যাপিটালস।
অন্যদিকে অভিষিক্ত অলরাউন্ডার গাস আটকিনসন, রাচিন রবীন্দ্র, লিয়াম লিভিংস্টোন ও উইয়ান মোল্ডার অবিক্রিতই থাকেন। তবে ২ কোটিতে ভানিন্দু হাসারাঙ্গাকে দলে নেয় লখনৌ সুপার জায়ান্টস।