দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে অভিষেক হলো রিশাদের

রিশাদ হোসেন
রিশাদ হোসেন © সংগৃহীত

বিগ ব্যাশ লিগে (বিবিএল) অভিষেক হলো বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনের। সিডনি থান্ডারের বিপক্ষে হোবার্ট হারিকেন্সের প্রথম ম্যাচেই একাদশে জায়গা পেয়েছেন তিনি। এর মাধ্যমে প্রায় এক দশকের অপেক্ষার অবসান ঘটল, বাংলাদেশি কোনো ক্রিকেটার আবারও খেলছেন বিগ ব্যাশে।

ম্যাচে টস জিতে হোবার্ট হারিকেন্স ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। একাদশে রিশাদের অন্তর্ভুক্তি বাংলাদেশের ক্রিকেটের জন্যও একটি উল্লেখযোগ্য মুহূর্ত। এর আগে সর্বশেষ সাকিব আল হাসান ২০১৪-১৫ মৌসুমে বিগ ব্যাশে খেলেছিলেন, সেটিও বদলি ক্রিকেটার হিসেবে। দুই মৌসুম মিলিয়ে তিনি মাত্র ছয়টি ম্যাচ খেলেন। এরপর দীর্ঘ দশ বছর বিগ ব্যাশে কোনো বাংলাদেশির দেখা মেলেনি।

গত আসরেই রিশাদ হোসেনকে ড্রাফট থেকে দলে নিয়েছিল হোবার্ট হারিকেন্স। তবে বিপিএলের সঙ্গে সূচির সংঘর্ষ থাকায় তখন খেলতে যেতে পারেননি তিনি। এবার দ্বিতীয়বার ড্রাফট থেকে নির্বাচিত হয়ে বিপিএল না খেলেই বিগ ব্যাশে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন রিশাদ।

এই ম্যাচে হোবার্ট হারিকেন্সের একাদশে রিশাদসহ তিনজন বিদেশি ক্রিকেটার রয়েছেন। অন্য দুজন হলেন ইংল্যান্ডের রেহান আহমেদ ও ক্রিস জর্ডান। রেহান আহমেদও রিশাদের মতোই লেগ স্পিনার এবং ব্যাট হাতেও কার্যকর ভূমিকা রাখতে পারেন।

হোবার্ট হারিকেন্সের একাদশ:
মিচেল ওউন, নিখিল চৌধুরি, রেহান আহমেদ, বেন ম্যাকডারমট, টিম ডেভিড, ম্যাথিউ ওয়েড (উইকেটকিপার), ক্রিস জর্ডান, নাথান এলিস (অধিনায়ক), রিশাদ হোসেন, রাইলি মেরেডিথ, বিলি স্ট্যানলেক