ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়
মহান বিজয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয় © টিডিসি

মহান মুক্তিযুদ্ধের গৌরবময় বিজয়ের স্মরণে ১৬ ডিসেম্বর উপলক্ষে সারা দেশের মতো ময়মনসিংহেও যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে মহান বিজয় দিবস। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

কুয়াশাচ্ছন্ন শীতের সকালে ২১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়, এরপর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণসহ দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নেন প্রশাসন, মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের মানুষ।

পরে স্মৃতিসৌধে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক ফারাহ শাম্মী, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি আতাউল কিবরিয়া, ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈাতক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও স্বর্বস্তরের মানুষ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান বিজয় দিবসের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।