বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে ডিআইইউর শ্রদ্ধা নিবেদন

মহান বিজয় দিবস উপলক্ষে ডিআইইউর পরিবারের পক্ষ থেকে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়
মহান বিজয় দিবস উপলক্ষে ডিআইইউর পরিবারের পক্ষ থেকে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয় © টিডিসি

মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন উপস্থিত সবাই।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ শাহ আলম চৌধুরী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক মোহাম্মদ মেহেদী হাসানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ সময় মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ ও সমাজের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।