১৯৭১ সালে ভারত ঐতিহাসিক বিজয় অর্জন করেছিল: মোদি
- ১৬ ডিসেম্বর ২০২৫, ১০:৫১
আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ ৯ মাসের মুক্তিযুদ্ধ শেষে বাংলাদেশ স্বাধীনতার গৌরবময় বিজয় অর্জন করে। ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তানি হানাদাররা বীর মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করে এবং বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।
এ দিবসকে স্মরণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্মরণ করলেও তিনি বাংলাদেশের নাম উচ্চারণ করেননি। তাছাড়া, এ বিজয়কে তিনি ভারতের জয় হিসেবেও অভিহিত করেছেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া এক ইংরেজি স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
দ্য ডেইলি ক্যাম্পাসের পাঠকদের জন্য তার ফেসবুক স্ট্যাটাসের বাংলা অনুবাদ তুলে ধরা হল:
বিজয় দিবসে আমরা সেই সাহসী সৈনিকদের স্মরণ করি, যাদের অদম্য সাহস ও আত্মত্যাগের মাধ্যমে ১৯৭১ সালে ভারত একটি ঐতিহাসিক বিজয় অর্জন করেছিল। তাদের দৃঢ় প্রত্যয় ও নিঃস্বার্থ সেবা আমাদের দেশকে রক্ষা করেছে এবং ইতিহাসে গর্বের এক অনন্য অধ্যায় রচনা করেছে। এই দিনটি তাদের বীরত্বের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি তাদের অতুলনীয় আত্মত্যাগ ও চেতনার কথা স্মরণ করিয়ে দেয়। তাদের বীরত্ব আজও প্রজন্মের পর প্রজন্মের ভারতীয়দের অনুপ্রেরণা জোগায়।