বিজয় দিবসে এড়িয়ে চলবেন রাজধানীর যেসব সড়ক

রাজধানীর সড়ক
রাজধানীর সড়ক © টিডিসি সম্পাদিত

মহান বিজয় দিবস উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোর থেকে রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচলে সাময়িক সীমাবদ্ধতা আরোপ করা হবে। এ সময় সাধারণ জনগণের নির্বিঘ্ন চলাচলের স্বার্থে নির্ধারিত বিকল্প সড়ক ব্যবহারের জন্য অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজয় দিবসের প্রত্যুষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা, বিদেশি কূটনীতিক, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং নানা সংগঠনের নেতারা সেখানে যাতায়াত করবেন। এ কারণে ঢাকা থেকে আমিন বাজার হয়ে সাভার জাতীয় স্মৃতিসৌধগামী সড়কে বিশেষ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা নেওয়া হচ্ছে।

এতে আরও বলা হয়, মঙ্গলবার ভোর ৩টা থেকে সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত গাবতলী–আমিন বাজার ব্রিজ–সাভার রোড ব্যবহার না করতে অনুরোধ করা হয়েছে। এ সময় বাস, ট্রাক, কাভার্ডভ্যান, মাইক্রোবাস, কার, সিএনজি অটোরিকশাসহ সব ধরনের যানবাহনকে বিকল্প পথে চলাচল করতে হবে।

পুলিশ নির্ধারিত বিকল্প সড়কগুলো হলো-
*গাবতলী থেকে সাভার ও আশপাশের গন্তব্যে যাওয়া যানবাহন ঢাকা এয়ারপোর্ট রোড ব্যবহার করে আব্দুল্লাহপুর ক্রসিং হয়ে আশুলিয়া সড়ক ধরে চলবে।

*কল্যাণপুর ও টেকনিক্যাল ক্রসিং এলাকা থেকে ঢাকার বাইরে গমনকারী যানবাহন টেকনিক্যাল ক্রসিং থেকে ডানে ঘুরে মিরপুর–১ হয়ে দিয়াবাড়ি ক্রসিংয়ের পথ নেবে।

*আরিচা থেকে আমিন বাজার হয়ে ঢাকামুখী যানবাহন নবীনগর বাজারে বামে মোড় নিয়ে আশুলিয়া হয়ে চলাচল করবে।

*টাঙ্গাইল থেকে ঢাকাগামী যানবাহনের জন্য নির্ধারিত পথ হবে কালিয়াকৈর–গাজীপুর চৌরাস্তা–টঙ্গী রুট।