‘হাদি তোমার জন্য মনটা অস্থির হয়ে আছে’

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে নেটিজেনদের আলোচনা তুঙ্গে উঠেছে। অনেকেই তার দ্রুত সুস্থতা কামনা করে পোস্ট দিচ্ছেন, আবার কেউ কেউ তাঁর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কথা তুলে ধরছেন।

এবার ওসমান হাদিকে নিয়ে স্মৃতিচারণ করেছেন জনপ্রিয় সংগীত শিল্পী আসিফ আকবর। আজ সোমবার (১৫ ডিসেম্বর) রাতে ফেসবুক পোস্টে তিনি স্মৃতিচারণ করেন। তিনি বলেন, গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেলে করে আসা দুই আততায়ীর একজন চলন্ত রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

তিনি আরও বলেন, সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে। এরপর থেকে তিনি ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে তার অবস্থা ‘আশঙ্কাজনক’। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হলো তাকে।

আসিফ আকবর বলেন, হাদি আমাকে মাঝে মাঝে ফোন করতো, টেক্সট দিতো। দেশপ্রেমের অগ্নিস্ফূলিঙ্গ এই শরীফ ওসমান হাদি। এই হাদি'রা হেরে গেলে কাঙ্খিত নতুন বাংলাদেশের স্বপ্ন অধরাই থেকে যাবে। আজ হাদি মৃত‍্যূশয‍্যায় জীবনযুদ্ধে আছে। সারাদেশে জন্ম নিয়েছে লাখো লাখো হাদি। এই হাদি'রা হারিয়ে যাবার জন‍্য আসেনি। 

আসিফ বলেন, বাংলাদেশের তথাকথিত সুশীলসমাজ, বুদ্ধিজীবী সাহিত‍্যিক, শিল্পী, মিডিয়া কর্মীরা সবসময় ঝোপ বুঝে কোপ মারায় ওস্তাদ। তাদের একপাক্ষিক আবর্জনাময় দেশপ্রেম তরুণ প্রজন্ম ধরে ফেলেছে। সোশ‍্যাল মিডিয়ায় দেশপ্রেমিক হাদি'র গুলিবিদ্ধ হওয়ার পর উনাদের কোন প্রতিক্রিয়াই চোখে পরেনি। সবাই যেন টিনের চশমা চোখে দিয়ে একেকটা উট পাখী হয়ে আছে। 

তিনি বলেন, হাদি তোমার জন‍্য মনটা অস্থির হয়ে আছে। তুমি বলেছিলে আমার ছোট ছেলের বিয়েতে আসবে। তুমি ফিরে আসো হাদি, তোমাকে ফিরে আসতে হবে। তোমার অপেক্ষায় একটা প্রজন্ম এবং আমরা। আল্লাহর কাছে তোমার জীবন ভিক্ষা চাই। ইনকিলাব জিন্দাবাদ। ভালবাসা অবিরাম...।