মাভাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে ইশতিয়াক-সুজন-মেহেদী

বাম থেকে ইশতিয়াক, সুজন ও মেহেদী
বাম থেকে ইশতিয়াক, সুজন ও মেহেদী © সংগৃহীত

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (মাভাবিপ্রবিসাস) ২০২৬ সালের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক যায়যায়দিন-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইশতিয়াক আহমেদ, সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দ্য ডেইলি ক্যাম্পাস-এর প্রতিনিধি সুজন চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিন ও সময় তরঙ্গ-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মেহেদী হাসান খান।

সোমবার (১৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সমিতির সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সাত সদস্যবিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সহ-সম্পাদক নির্বাচিত হয়েছেন ডেইলি অবজার্ভার-এর প্রতিনিধি ইসরাত জাহান। কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক আমাদের টাঙ্গাইল-এর প্রতিনিধি আলিফ মিয়া। এছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মজলুমের কণ্ঠ-এর প্রতিনিধি আল-সাদিদ খান শুভ এবং দৈনিক লোককথা-এর প্রতিনিধি হাসিব ইবনে মামুন প্রিন্স।

নবনির্বাচিত সভাপতি ইশতিয়াক আহমেদ বলেন, ‘বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করাই আমাদের প্রধান অঙ্গীকার। অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন থেকে সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করে যাবো। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অর্জনের ইতিবাচক চিত্র দেশ-বিদেশে তুলে ধরতে চাই।’

সাধারণ সম্পাদক মেহেদী হাসান খান বলেন, ‘ক্যাম্পাসে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের কল্যাণে দায়িত্বশীল সংবাদ পরিবেশনই আমাদের লক্ষ্য। ইতিবাচক ও তথ্যভিত্তিক সংবাদ উপস্থাপনের পাশাপাশি শিক্ষার্থী, শিক্ষক ও প্রশাসনের মধ্যে কার্যকর যোগাযোগের সেতুবন্ধন তৈরি করতে আমরা সচেষ্ট থাকবো।’