এক দিনে রেমিট্যান্স এল ২,৪৪৫ কোটি টাকা

ডলার
ডলার © সংগৃহীত

চলতি অর্থবছরে (২০২৫-২০২৬) দেশে এক দিনে রেমিট্যান্স এসেছে ২০০ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২ হাজার ৪৪৫ কোটি টাকা (১ ডলারে ১২২.২৯ টাকা ধরে)।

সোমবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

এদিকে ডিসেম্বর মাসের প্রথম ১৪ দিনে প্রবাসীরা বাংলাদেশে পাঠিয়েছেন ১ হাজার ৭০৭ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২০ হাজার ৮৭৪ কোটি টাকা।

গেল বছরে একই সময়ে দেশে এসেছিল ১৩৮১ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ প্রবাহ বেড়েছে ২৩ দশমিক ৬ শতাংশ। এছাড়া চলতি অর্থবছরের ১৪ ডিসেম্বর পর্যন্ত দেশে এসেছে ১৪ হাজার ৭৪৬ মিলিয়ন মার্কিন ডলার। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৭.৮ শতাংশ বেশি।

প্রসঙ্গত, নভেম্বর মাসে দেশে এসেছিল ২৮৮ কোটি ডলারের বেশি। এছাড়া অক্টোবরে ২৫৬ কোটি ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং জুলাইয়ে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।