যুক্তরাজ্য শাখার আংশিক আবহায়ক কমিটি গঠন বিএনপির

যুক্তরাজ্য শাখার আংশিক আবহায়ক কমিটি গঠন বিএনপির
যুক্তরাজ্য শাখার আংশিক আবহায়ক কমিটি গঠন বিএনপির © ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুক্তরাজ্য শাখার আংশিক আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। দুই সদস্যের এ কমিটির আহ্বায়ক হলেন আবুল কালাম আজাদ। সদস্য সচিব হলেন খসরুজ্জামান খসরু।

সোমবার (১৫ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভীর এ তথ্য জানিয়েছেন। অতি শিগগিরই পূর্ণ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি।

এদিকে দীর্ঘ প্রায় ১৮ বছর নির্বাসন থেকে অবশেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আবেগ, উচ্ছ্বাসে ভাসছেন দলের লাখ লাখ নেতাকর্মী ও সকল জাতীয়তাবাদে বিশ্বাসে মানুষ।

তারেক রহমান নির্বাসন থেকে আগামী ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গেল ১২ ডিসেম্বর শুক্রবার রাতে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি এই ঘোষণা দেন। মির্জা ফখরুলের ঘোষণার পর থেকে সারাদেশে নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে নতুন উদ্দীপনা।