শাহজালালে পৌঁছেছে এয়ার অ্যাম্বুলেন্স, দুপুরে সিঙ্গাপুরে নেওয়া হবে ওসমান হাদিকে
- ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫০
মাথায় গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে আজ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হবে। ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ইতোমধ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। তার সঙ্গে সিঙ্গাপুর যাবেন বড় দুই ভাই—ওমর ফারুক ও আবু বকর সিদ্দিক।
ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের এ বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত ওসমান হাদির বড় দুই ভাইয়ের সঙ্গে যাওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে। অন্য কেউ যাওয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
ওসমান হাদিকে এভারকেয়ার হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়ার প্রক্রিয়া সম্পর্কে আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘হাসপাতাল থেকে সড়কপথে আইসিইউ অ্যাম্বুলেন্সে করে তাকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হবে। সেখানে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে।’
এর আগে গতকাল রবিবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, গত দুই দিন ধরে ওসমান হাদির চিকিৎসার জন্য সরকার সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার একাধিক হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে। পরে এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শ এবং পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পর বিষয়টি প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়।
ওসমান হাদির চিকিৎসাসংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং বলেছে, তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা চেয়েছেন তিনি।